চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে কক্সবাজারে নিখোঁজ সৌদি প্রবাসী

প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১৮:২১:০৯ || আপডেট: ২০১৮-০৯-০৯ ১৮:২৬:৩৬

খলিল চৌধুরী, সৌদিআরব:

রোহিঙ্গা সর্রণাথী ক্যাপে ত্রাণ দিতে গিয়ে কক্সবাজার জেলার উখিয়ায় নিখোঁজ সৌদি প্রবাসী।

গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক সৌদি প্রবাসী। ১৫ আগস্ট সৌ‌দি প্রবাসী মুহাম্মদ নোমান তার বন্ধুদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে গিয়ে নিখোঁজ হন।

এ বিষয়টি উখিয়া থানার পুলিশ প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নোমানের বড় ভাই মুহাম্মদ নাজিদ এ প্রতিবেদককে জানান, নোমান তার বন্ধু মিজান, আল আ‌মিন, আ‌মির, সিরাজী, জাহাঙ্গীর, মিনহ‌াজসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পিকআপে করে রে‌াহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে যায়। তারা ত্রাণসামগ্রী আর্মি চেকপোস্টে জমা দিতে গেলে সেখানকার কর্তৃপক্ষ উ‌খিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) অ‌ফিস থেকে ক্লিয়া‌রেন্স পেপার নি‌য়ে আস‌তে বলে। ক্লিয়ারেন্স পেপার নিয়ে ফেরার পথে ওইদিন দুপুর থেকে এ সৌদিআরব প্রবাসী মুহাম্মদ নোমান নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *