চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

এ.জে চৌধুরী কলেজকে সরকারিকরণে সব  ধরণের সহায়তা দেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৯-০৯ ০০:২১:১৮ || আপডেট: ২০১৮-০৯-০৯ ০০:২১:১৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

শিক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে সম্মানের ও গৌরবের আসন লাভ করেছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই উপবৃত্তির টাকা পেয়ে যাচ্ছে, বছরের প্রথম দিন সকলের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ফলে বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে অগ্রগতি ও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পেরেছে । ১৯৭৫ সালের পরে যা কখনো কল্পনাও করা যেতো না, বাংলাদেশ আজ তা দেখিয়ে দিয়েছে। পাকিস্তানে সরকার গঠনের পর ইমরান খান পাকিস্তানকে সুইজারল্যান্ড মডেলে গড়ে তোলার অভিপ্রায় জানালে সে দেশের সুশীল সমাজ প্রতিবাদ করে বলেছে, আগে ১০ বছরের মধ্যে অন্তত বাংলাদেশ বানাও। যে জাতি আমাদেরকে ধ্বংস করে দিতে চেয়েছে এখন তারাই চাইছে আমাদের মতো হতে। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণে। তাঁর সরকারের নিয়মের মধ্যে রয়েছে প্রতিটি উপজেলায় ১টি করে কলেজ ও স্কুল সরকারিকরণের কথা, তাই পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজকে অনিবার্যভাবে জাতীয়করণ করা হবে।

আজ ০৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার বেলা ১১টায় পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী  এমপি এ কথাগুলো বলেন। আলহাজ্ব সৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে অুনষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যÿ মোহাম্মদ জসীম উদ্দীন, বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম চৌধুরী , মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, ইউ এন ও বিজেন ব্যানার্জী , গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোঃ জাফর ইকবাল, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন অর রশীদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও বাইবেল পাঠ করার পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি পুষ্পস্তবক দিয়ে নবীনদেরকে বরণ করে নেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন প্রধান অতিথিকে রৌপ্য নির্মিত নৌকা উপহার দেন। সভাশেষে কলেজের  সাংস্কৃতিক ফোরামের সদস্য ও অতিথি শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *