চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে রসুলাবাদ মাদ্রাসার অধ্যক্ষের বাসায় রহস্যজনক অগ্নিকান্ড

প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১৮:০৮:১৫ || আপডেট: ২০১৮-০৯-০৯ ১৮:০৮:১৫

চন্দনাইশ প্রতিনিধি:

রসুলাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দীর বাসায় দিনদুপুরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী পুকুর পাড়স্থ জব্বার সওদাগরের বিল্ডিনের নিচতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আসবাবপত্র,নগদ টাকা,বই,মাদ্রাসার কিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৪ ল টাকার য়তি হয়েছে বলে জানা যায়।

সরেজমিন পরিদর্শনে অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী জানান,প্রতিদিনের ন্যায় তিনি সকাল সাড়ে ৮টায় মাদ্রাসায় চলে যান। মাদ্রাসায় যাওয়ার কিছুণপর বাড়ী থেকে খবর আসে তার বাসায় আগুন লেগেছে। পরে বাসায় ফিরে দেখেন তার রুমের আসবাপত্র,নগদ ১০হাজার টাকা, কিছু মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র ও তার ৩টি সন্তানের মধ্যে ১জন জেডিসি পরীাক্ষার্থীসহ সকলের বইখাতাপত্র পুড়ে চাই হয়ে যায়। তবে তার পরিবারের সদস্যদের প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান। এসময় তিনি আরো বলেন, এ অগ্নিকান্ডের ঘটনা কি বিদ্যুৎ সার্কিট শর্ট নাকি অন্য কোন শত্রুুতামূলক তা সঠিক বলতে পারছেন না। তবে ধারণা করছেন বাহির থেকে কেউ হয়ত বা এ ঘটনা অগ্নিকান্ডের ঘটনাটা ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *