চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

ফারুক খান তুহিন

কক্সবাজারে এক দিনে ২ স্কুলের ৫ ছাত্র নিখোঁজ

প্রকাশ: ২০১৮-০৯-১০ ১১:১৬:১২ || আপডেট: ২০১৮-০৯-১০ ১১:২৬:৪০

কক্সবাজার, বীরকন্ঠ : 

কক্সবাজারে দুই স্কুলের ৫ জন ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয় ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে শিক্ষক ও অভিভাবকেরা।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিখোঁজ ছাত্ররা হলেন পৌর-প্রিপ্যাররেটরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শিহাব উদ্দিন। অপর ৪ জন হচ্ছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এইচ কে গালিব উদ্দিন, শাহরিয়ার কামাল আকিব, সাফিন নুর ও ৭ম শ্রেণির ছাত্র সায়েদ নকিব ।

রহস্যজনক এ নিখোঁজের ঘটনা রবিবার ঘটে । বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় সন্তানদের খোঁজ করতে থাকে অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষ জানায় ওইদিন ছাত্রগুলো স্কুলে অনুপস্থিত ছিল।

সন্তানদের খোঁজে শহরে মাইকিং করেছে স্বজনেরা। অভিভাবকেরা থানা পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন।

এদিকে একই দিনে ৫ জন স্কুল ছাত্র নিখোঁজেরর ঘটনায় অভিভাবকদের আতংক সৃষ্টি হয়েছে। অনেকে ধারনা করছেন কোন সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৌশলে তাদের অপহরণ করেছে। তা না হলে নিখোঁজ হওয়া ছাত্ররা পরিবারের সাথে কেন যোগাযোগ করতে পারছেনা। অভিভাবকরা এ ব্যাপারে দ্রুত পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *