চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে ১০টাকার চাউল বিতরণ উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৮:৪১:৩৩ || আপডেট: ২০১৮-০৯-১০ ১৮:৪১:৩৩

নূর হোসেন মামুন, কাপ্তাই:

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে অাজ সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির অাওতায় উদ্বোধন করা হয়েছে স্বল্প মূল্যের খাদ্যসশ্য বিতরণ কার্যক্রম। যার মাধ্যমে হতদরিদ্র পরিবারসমূহ ৩মাসে পাবে ১০টাকা দরে ৩০কেজি করে ৯০কেজি চাউল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রিপু চাকমা। পরে দিনব্যাপী এই খাদ্যসশ্য বিতরণ করেন, কাপ্তাইয়ের বিশিষ্ট অাওয়ামীলীগ নেতা ও ডিলার হাজী কবির অাহাম্মদ (অবঃ সার্জেন্ট)।

ডিলার হাজী কবির অাহাম্মদ জানান, প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাউল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি অারও বলেন, অাজ সুষ্ঠ ও সুন্দরভাবে চাউল বিতরণ করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *