চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের যুবলীগ নেতা মহিউদ্দিন খুনের প্রধান আসামি হাজী ইকবালকে কারাগারে প্রেরণ 

প্রকাশ: ২০১৮-০৯-১০ ২০:৩৫:৪০ || আপডেট: ২০১৮-০৯-১০ ২০:৩৫:৪০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের যুবলীগ নেতা মহিউদ্দিন খুনের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সেই নেতা হাজী মোহাম্মদ ইকবালকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে এলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ তার জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মাহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানান।

এরআগে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্রকরে ২৬ মার্চ চট্টগ্রাম মহানগরের হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে তার কক্ষে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা মো. মহিউদ্দিনকে।

ওই হত্যাকাণ্ডে জড়িত দাবি করে  ঘটনার পর নিহত মহিউদ্দিনের মা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে সিএমপির বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার হটাৎ আদালতে  আত্মসমর্পন করে জামিন চান তিনি।

তার আগে গত বছর আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে এনে রায় কার্যকরের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে নিজের শরীরে আঘাত করতে করতে ‘হায় মুজিব, হায় মুজিব’মাতম করে আলোচনায় এসেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ ইকবাল। তার ওই মাতমের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

মানববন্ধনের এক পর্যায়ে হাজী ইকবাল ১০ মহররম শিয়াদের তাজিয়া মিছিলের ‘হায় হুসেন, হায় হুসেন’রক্তাক্ত মাতমের মতো করে ‘হায় মুজিব, হায় মুজিব’স্লোগানের সঙ্গে সঙ্গে হাতে থাকা একটি শিকল জাতীয় বস্তু দিয়ে অনবরত পিঠে আঘাত করতে থাকেন।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন ৫৮ বছর বয়সী হাজী ইকবাল। –  পরিবর্তন ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *