চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মহাসড়কে তিন চাকার গাড়ি দেখলেই ব্যবস্থা

প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৩:৪০:৪১ || আপডেট: ২০১৮-০৯-১০ ১৩:৪০:৪১

মহাসড়কে তিন চাকার গাড়ি দেখলেই তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশক্রমে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, টমটম ও থ্রি হুইলার জাতীয় যানবাহন চলাচল বন্ধ থাকলেও কিছু থ্রি হুইলার নির্দেশ অমান্য করে চলাচল করছে।’

জেলা প্রশাসক বলেন, ‘বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মইজ্জ্যারটেক থেকে মনসারটেক, পটিয়া থেকে চন্দনাইশ-দোহাজারী হয়ে সাতকানিয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার জাতীয় যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে। এখন থেকে মহাসড়ক ও হাইওয়েতে অটোরিকশাসহ কোনো ধরনের থ্রি হুইলার যানবাহন চলতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। শুধু গাড়িতে গ্যাস নেওয়ার ক্ষেত্রে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অটোরিকশা ও থ্রি হুইলারগুলো যাত্রীবিহীন অবস্থায় গ্যাস পাম্পে আসতে পারবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী মাসে তফসিল ঘোষণা হতে পারে। এ সময় জঙ্গি, সন্ত্রাসী ও বিভিন্ন ক্যাটাগরির অপরাধীরা চট্টগ্রামে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আসন্ন সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভায় মাল্টিমিডয়ার মাধ্যমে গত আগস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মাশহুদুল কবির।

সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মুহম্মদ রেজাউল মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. মোজাফফর আহম্মদ, জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমদ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, আব্দুল জব্বার চৌধুরী, মোজাফফর আহমদ, মুহাম্মদ জহিরুল ইসলাম, তৌহিদুল হক চৌধুরী, জেলা ট্রাক-মিনি ট্রাক অ্যান্ড কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, মোহাম্মদ মাসুদুর রহমান, আক্তার উননেছা শিউলি, মোমেনা আক্তার প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *