চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় স্কুল ছাত্রীর  রিমা হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৯-১১ ১৬:৫৯:১৪ || আপডেট: ২০১৮-০৯-১১ ১৬:৫৯:১৪

 

আবদুল হাকিম রানা, পটিয়া ঃ

পটিয়া বখাটের হাতে নিহত হাইদগাও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী রিমা আকতার হত্যাকারীর ফাসির দাবিতে গতকাল হাইদগাও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানব বন্ধন করা হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা জীতেন কান্তি গুহ, বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, স্হানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইউনুস, সাংবাদিক আবদুর রাজ্জাক, স্কুল কমিটির সদস্য আহমদ কবীর,মনীর আহমদ, নসু মিয়া,তাপস কান্তি গুহ, দিদারুল আলম,  এনামুল হক,শিক্ষিকা জাহেদা সুলতানা,হামিদুল হক,রেখা দাশ,টিটু মেম্বার,আওয়ামী লীগ নেতা রনজিৎ চৌধুরী,ছাত্রলীগ নেতা বেলাল, শ্রমিক লীগ সম্পাদক মুহাম্মদ ছৈয়দ,বিশু চক্রবত্তী, মঈনুদ্দীন খালেদ,কামাল সওদাগর,শিপাত টিটু দে প্রমুখ। এতে বক্তারা বলেন,রিমা একজন স্কুল ছাত্রী।  যে বা যারা তাকে হত্যা করেছে তাদের  ফাসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যতায় তার সহকর্মী শিক্ষাথী, অভিভাবক ও শিক্ষকরা আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন। উল্লেখ্য গত শনিবার

দক্ষিন ভূর্ষি  বেলতল থেকে এক গলা স্কুল ছাত্রীর লাশ উদ্বার করে পুলিশ।এ সময় এলাশের উপর পড়ে থাকা গলাকাটা এক যুবককে অর্ধমৃত অবস্হায় উদ্বার করে পুলিশ চমেকে ভর্তি করে নিজ হেফাজতে নেয়।। তার নাম নজরুল ইসলাম মাসুদ। সে গোবিন্দার খীলের মৃত আবুল কালাম এর পুত্র। উক্তদিন রাতেই রিমার পিতা মন্জুরুল আলম বাদী হয়ে এ মাসুদকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায় প্রাথমিক ভাবে

কেন এ হত্যাকান্ড তার রহস্য এখনো উদঘাটিত না হলে ও মাসুদই  যে এ ঘটনার যে মূল হোতা তা তারা এক প্রকার  নিশ্চিত্ব বলে তদন্তকারী কর্মকর্তা আবদুল আওয়াল জানান। তবে তিনি জানান মাসুদ সুস্হ হলে বিঙ্গ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করবে। গতকাল নিহত রিমার পিতা মন্জুরুল আলম জানান,আমার মেয়েকে মাসুদই হত্যা করেছে। আমি তার ফাসি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *