চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

শিক্ষক ও মা শিক্ষার্থীর মেরুদন্ড :চন্দনাইশে কর্ণেল অলি আহমদ

প্রকাশ: ২০১৮-০৯-১১ ২০:১৬:৩৭ || আপডেট: ২০১৮-০৯-১১ ২০:১৬:৩৭

চন্দনাইশ প্রতিনিধি:

শিক্ষক ও মা হচ্ছে একজন শিক্ষার্থীর মেরুদন্ড। কারণ অর্ধিকাংশ শিক্ষার্থীরা বেশীভাগ সময় শিক্ষকদের সাথে ও বাড়ীতে মায়ের সাথে থাকে। ছেলে মেয়েদের উপর বাবার চেয়ে মায়ের বেশি দায়িত্ব রয়েছে। তাই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ গড়ে তুলতে শিক্ষক ও মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষা দিয়ে প্রতিষ্টিত করে দেশ মাতৃকার সেবায় তাদেরকে আতœনিয়োগ করতে হবে। দেশ হতে অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, মাদকমুক্ত বাংলাদেশ গড়া শিক্ষার্থীদের ভবিষ্যত দায়িত্ব। দেশের দূর্যোগ মুহুর্ত ও সংকটে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মা বাবা সহ সকল মানুষের সেবা করতে হবে। তবেই শান্তিপূর্ণ হয়ে উঠবে দেশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণ সভায় এল,ডি,পি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অবঃ) অলি আহমদ বীরবিক্রম প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।  বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে  এবং সহকারী শিক্ষক সুমন শর্মা ও সাজেদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র এলডিপি নেতা আলহাজ্ব মো. আইয়ুব কুতুবী, আমানত ছফা বদরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, সালেনুর কলেজের অধ্যাপক সিরাজুল করিম, রাঙ্গামাটি জেলা এলডিপি’র সভাপতি দিপাকর দেওয়ান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন , প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক আকতার আলম, চন্দনাইশ পৌর সভা এলডিপি’র সভাপতি আইনুল কবির, বিএনপি নেতা আইনুল হুদা, কামরুল আহছান প্রমূখ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *