চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ফারুক খান তুহিন

শ্রদ্ধার পাত্র বনে গেলেন তামিম

প্রকাশ: ২০১৮-০৯-১৬ ০৯:০৪:২৫ || আপডেট: ২০১৮-০৯-১৬ ০৯:২৬:০০

ফারুক খান তুহিন , বীরকন্ঠ : খেলা শেষে ফেইসবুকে তামিম বন্দনা চলছেই । বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেট ভক্তদের শ্রদ্ধার পাত্র বনে গেলেন তিনি । শুধু ক্রিকেট ভক্তই নয়, মাঠে খেলা শেষে তামিমকে হাঁটু গেঁড়ে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস।

কারন, বাঁ হাতের কবজিতে চোট হওয়া সত্বেও ইনিংসের শেষ দিকে দলের প্রয়োজনে কেবল ডান হাতকে শক্তি বানিয়েই নেমে পড়েন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তিনি নামেন বলেই শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় টাইগার দল। এর আগে,  ব্যাটিং ইনিংসের শুরুতেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছিল তাকে।

তামিম মাঠে নামার সময় দলের স্কোর ছিল ২২৯। সতীর্থকে এমন সাহস নিয়ে নামতে দেখে সেঞ্চুরিয়ান মুশফিকও যেন হয়ে ওঠেন আরও দুর্দমনীয়। তামিম একপাশ আগলে রাখলেন, মুশফিক ওপাশে তুললেন ঝড়। দলের স্কোরকার্ডে যুক্ত হয় আরও মূল্যবান ৩২টি রান। বাংলাদেশের ইনিংস গিয়ে দাঁড়ায় ২৬১-তে।

১৩৭ রানের বিশাল জয়ে মুশফিকের ঝড় তোলা ১৪৪ রানের স্কোর ছাপিয়ে গেছে তামিম বন্দনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *