চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

প্রীতিলতা সাষ্কৃতিক অঙ্গন কর্তৃক “এসো নীপবনে” আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:৩০:২৮ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:৩০:২৮

প্রীতিলতা সাষ্কৃতিক অঙ্গন কর্তৃক আয়োজিত “এসো নীপবনে” আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি রোটারিয়ান মোঃ আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক এবং জি এম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র জনাবা ইয়াছমিন পারভিন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সদ্য অতীত জেলা গভর্ণর প্রফেসর তৈয়ব চৌধুরী, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোঃ গিয়াস উদ্দীন, চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহাবুদ্দীন। এতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর নব নির্বাচিত সহ সভাপতি বিশিষ্ট নাট্যকার মোঃ জাহাঙ্গীর কবির বাবুল, সহ সভাপতি আবৃত্তিকার রনজিত রক্ষিত এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বাবুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংগঠনের সভাপতি এডভোকেট শাহীন সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে সমাজ থেকে মাদকাসক্তি ও তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে যুবসমাজকে বের হয়ে আসার সুযোগ সৃষ্টি করার জন্য অভিভাবকদের ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়া বড় কথা নয়। একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে এবং সেটা একমাত্র সুষ্ঠ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই স¤ভব।” প্রীতিলতা ওয়েদ্দার আজ থেকে ১০৭ বৎসর পূর্বে জন্ম গ্রহন করে একজন মেয়ে হয়েও দেখিয়ে দিয়ে গেছেন দেশ প্রেম কাকে বলে। তার আত্তাহুতির মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন তার দেশ প্রেমের কথা। তার এই দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে বর্তমান যুব সমাজকে শিক্ষা নিয়ে নিজেদেরকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *