চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে হারামাইন হাই স্পিড ট্রেনের যাত্রা শুরু ৪ অক্টোবর

প্রকাশ: ২০১৮-১০-০১ ১০:০০:৪২ || আপডেট: ২০১৮-১০-০১ ১০:০০:৪২

 

খলিল চৌধুরী, সৌদি আরব:

মুসলিম বিশ্বের নাবিক খ্যাত মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে এই প্রথম পবিত্র মক্কা মসজিদুল হেরাম -মদিনা মানোয়ার রওজা মোবারক ও বাণিজ্যিক রাজধানী জেদ্দায় দ্রুতগতির ইলেক্ট্রনিক ট্রেন সার্ভিস সৌদি সরকার উদ্বোধন করলেও হারামাইন হাই স্পিড নামের এ ট্রেন যাত্রা করতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর।

হারামাইন হাই স্পিড ট্রেনের সিডিউল ঘোষনা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে এই ট্রেন সার্ভিস। বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার সপ্তাহের এই চারদিন ৮ টি ট্রিপ পরিচালিত হবে, যা প্রতি ১ ঘন্টা অন্তর চলবে।

গত আরবির ১৪ মহররম বাদশা সালমান বিন আব্দুল আজিজ এই ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। এই ট্রেন সার্ভিসের ফলে মক্কা থেকে মদিনায় মাত্র ২ ঘন্টায় পৌঁছানো যাবে। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এ ট্রেন সার্ভিসের টিকেট পাওয়া যাবে অনলাইনে।

আগামী ২০১৯ জানুয়ারী থেকে ১২ টি ট্রিপ চালু হবে। এই ট্রেন ৫ টি স্পটে থামবে। স্পট গুলো হল: মক্কা, জেদ্দা, কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট, কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি ও মদিনা।

এ ট্রেন সার্ভিসের ফলে মক্কা মদিনার দুরত্ব অনেক কমে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *