চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

কাজেম আলী স্কুল এন্ড কলেজে রোভার ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১০-০২ ২১:০৫:৩২ || আপডেট: ২০১৮-১০-০২ ২১:০৫:৩২

সৎ ও যোগ্য নাগরিক হতে হলে রোভার স্কাউট হওয়া জরুরি, শিক্ষা জীবনে শৃংঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিক্ষা দেয় রোভার স্কাউট এর আদর্শ, তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট অনুশীলন করতে হবে। গতকাল কাজেম আলী স্কুল এন্ড কলেজের রোভার ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার প্রভাষক মীর হোসেন, অনুষ্ঠানে রোভার স্কাউটিং ও পি.আর. এস অর্জন করা বিষয়ক মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল পি. আর. এস বোরহানউদ্দিন, চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের আর. এস. এল শাহরিয়ার আজাদ, এবং প্রতিষ্ঠানের গার্লস-ইন রোভার স্কাউট লিডার প্রভাষক সাহেদা পারভীন, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সর্বমোট রোভার সহচর ও গার্লস-ইন রোভার সহচর ৪৫ জন অংশগ্রহণ করে।
প্রধান অতিথি সৈয়দ উমর ফারুক বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউট,রোভার স্কাউট এবং বি এন সি সি করার মধ্য দিয়ে আদর্শ নীতিবান প্রজন্ম হয়ে গড়ে ওঠছে। তিনি বলেন, চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা কার্যক্রমে অনেকদূর এগিয়ে গেছে, এ কথা এখন সর্ব মহলে স্বীকৃত যে, কাজেম আলী স্কুল এন্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের জন্য পছন্দের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *