চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

তায়েফ খান সোহাগ ডেস্ক কন্ট্রিবিউটর

গুজব শনাক্ত করতে মনিটরিং সেল: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১৫:০৮:২৩ || আপডেট: ২০১৮-১০-০৯ ১৫:০৮:২৩

 

ডেস্ক রিপোর্ট :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব শনাক্ত করতে ৯ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এই মনিটরিং সেল এই মাসেই গুজব শনাক্ত করা শুরু করবে। এই কমিটির প্রধান করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, কোনও এলাকায় কোনও গুজব ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলে ওই এলাকার সংশ্লিষ্ট থানার ওসিদের ঘটনাস্থলে পাঠানো হবে এবং তারা পরিদর্শন করে মন্ত্রণালয়কে ওই গুজব সম্পর্কে তথ্য দেবে।

তারানা হালিম আরও বলেন, তথ্য যাচাই করতে গোয়েন্দাদের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। পরে তথ্য মন্ত্রণালয় থেকে বিটিআরসি’কে ওইসব পেইজ বন্ধ করার জন্য অনুরোধের পাশাপাশি গণমাধ্যমকেও জানানো হবে।

তিনি বলেন, দেশ-বিদেশে প্রায় ৩০০ পেজ ব্যবহার করে সরকারবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *