চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ২য় হয়েছে রাঙ্গুনিয়ার আইরিন

প্রকাশ: ২০১৮-১০-১০ ০০:০২:১৫ || আপডেট: ২০১৮-১০-১০ ০০:০২:১৫

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৮-১৯) ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে উম্মে শেফা আইরিন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে রোববার (৭ অক্টোবর) তাঁর ফলাফল জানানো হয়। উপজেলার দক্ষিন রাজা নগর ইউনিয়নের ধামাইর হাট আফজল পাড়া এলাকার শাহ মুহাম্মদ ইদ্রিস ও নুরুন্নাহার বেগম এর মেয়ে আইরিন। তাঁর বাবা একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও মা রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি বি আই জেড এইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আইরিন নাসিরাবাদ গাল্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন ।

উম্মে শেফা আইরিন বলেন, “ আমার এ সফলতার পেছনে মা-বাবা, শিক্ষকদের সহযোগিতা ও সবার দোয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ। একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হয়ে সে এলাকার মানুষের সেবা করতে চায়। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *