চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান গর্জনিয়া ফাজিল মাদ্রাসায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৮ ২০:২২:০১ || আপডেট: ২০১৮-১০-২৮ ২০:২২:০১

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান গর্জনিয়া ফাজিল মাদ্রসায় আজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। সরকার ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতার মধ্য ছিল বিজয় ফুল (শাফলা)তৈরী,দলগত জাতীয় সঙ্গীত,গল্প রচনা,কবিতা আবৃতি,একক অভিনয়,দেশত্তবোধক গান সহ অন্যান্য প্রতিযোগিতা। প্রথম শ্রেণী হতে ৫ ম( ক) বিভাগ,৬ষ্ট হতে ৮ম শ্রেণী (খ) বিভাগ, ৯ম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত (গ) বিভাগ হয়ে ছাত্র -ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষক সৈয়দ মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিযোগিতায় উপস্তিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কাজী সাঈদুল আলম খাকী,মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য আওয়ামীলীগ নেতা এস এম বাবর ও মনসুর আলম,মাদ্রাসা শিক্ষক আরবি প্রভাষক আল্লামা জাহাঙ্গীর আলম রেজভী,আল্লামা ওবাইদুন-নাছের নঈমী,সৈয়দ মাওলানা রফিকুল ইসলাম,প্রভাষক জমির উদ্দিন রিপন,রমজান আলী,শিক্ষক মাওলানা সোলায়মান মকবুলী,হাবিবুল জাকেরিয়া রাসেল,খুরশিদা বেগম,মাওলানা নাছির উদ্দিন চৌধুরী,মাওলানা কলিমুল্লাহ নুরী,মাওলানা নুর মোহাম্মদ মজিদী,জাফর আলম সিদ্দীকি,কারী সেকান্দর হোসেন,মাওলানা জাফর আলম নুরী,মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন,মাষ্টার আব্দুল করিম,খন্ডকালীন শিক্ষক মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী,মাওলানা নুরুল আজম প্রমুখ।উল্লেখ্য,মাদ্রাসার প্রতিযোগিতায় ১ ম, ২য়,৩য় প্রতিযোগিরা উপজেলা পর্যায়ে পুনরায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *