চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

এস এম মিজানুরর রহমান’র দুটি কবিতা

প্রকাশ: ২০১৮-১১-০৩ ২০:০১:২৪ || আপডেট: ২০১৮-১১-০৩ ২০:০১:২৪

 

আমার চলার পথে বাধাঁ
আছে কিছু লোকা
সামনে বসে গল্প করলে
হয়ে যাই বোকা।

ভাল কাজ মন্দ বলে
মন্দ কাজ মন্দ
অনুপস্থিতে সম আলোচনা করে
করে আবার দন্দ।

নিজে পারেনা করতে কাজ
তারা সবাই অন্ধ
আমল খানা ভাল রাখেনা
হিসাবের খাতা বন্ধ।

তাই বলি নিন্দুকের নিন্দা
পাপ হবে পরিষ্কার
পরপারে সেদিন হবে সে
পাপের তিরষ্কার।

লোহাগাড়া চাই

লোহাগাড়া চাই, মাদক মুক্ত
প্রতি জনে জনে,
মাদক নেশা শেষ করে দিল
নিশ্ব এখন মনে।

আমরা যেখানে পাব তাদের
প্রথমে একটু বুঝায়,
না বুঝিরে তাদের ধরে
গণ ধোলায় মাঝায়।

লোহাগাড়া চাই, যৌতুক মুক্ত
ইহা বড় ব্যাধি
যৌতুক জন্য ঘরে ঘরে
অশান্তি যত বৃদ্ধি।

যৌতুক নেবনা যৌতুক দিবনা
আইন আছে পাশ,
যৌতুক জন্য কত জনের
দেখছি কত লাশ।

লোজাগাড়া চাই, মডেল শহর
যানযট মুক্ত ভাই,
ট্রাফিক সেবা সৎ ভাবে চাই
যাত্রী কষ্ট না পাই।

লোহাগাড়া চাই,পরিচন্নতা ভাই
শহর জুড়ে পরিষ্কার,
রাখতে পারলে নগর পিতা
পাবে অনেক পুরুষ্কার।

দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে
হাতে রাখি হাত,
উন্নায়নের জোয়ার তুলি মোরা
দেখছি সু-প্রভাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *