চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

তারামন বিবি বীর প্রতীক’ কে উৎসর্গ করে কবি জোবাইদা আব্বাস ঝিনুকের কবিতা

প্রকাশ: ২০১৮-১২-০২ ২০:২৪:২৩ || আপডেট: ২০১৮-১২-০২ ২০:৩০:৪৬

তারামন বিবি বীর প্রতীক


সাতচল্লিশ মানে তেজোদীপ্ত
উষ্ণ অনুরাগ,
মুমূর্ষু, দুঃসহ অন্ধকার তাড়ানো
টগবগ যৌবন।

তুমি কি জানো তোমার সেই একাত্তরের শিশু আজ সাতচল্লিশ।
তুমি জানো কি তার নাম?
সে তোমার সন্তান।

কিভাবে চলে তার দিনকাল,
কেমন দেখতে হলো একাত্তরে জন্ম নেয়া কন্যাটা তোমার,
সে সুন্দরী বেশ,
সবুজ রঙ জামা
লাল টকটকে একটা আঁচল উড়িয়ে,
নিয়ত ঝড় ঝাপটা সহ্য করে
কন্যাটি তোমার।
কখনো সিডর,
কখনো নার্গিস থাকে দলিত করে।
তার বুকে ছুরি হানে,
ঢালে মিথ্যের জঞ্জাল।
তারপর ও সে মাথা তুলে
সংগ্রামী দূহিতা তোমার।

সে নিজস্ব সীমানায়
মাথা উঁচু করে থাকে,
তার পদ্মা মেঘনা চোখে ঝরে অবিরত জল।
বঙোপসাগরে মিশে তার
দুঃখের জলোচ্ছ্বাস।
তুমি তো জানোই তোমার কন্যা
আজ সাতচল্লিশে,
তুমি তার নাম রেখেছিলে কবি
নজরুলের কাছে।
তার হাতে খড়ি রবীন্দ্রনাথে,
তাকে নিয়ে অজস্র গীত
সৈয়দ শামসুল হক,
রুনা, সাবিনার সুরেলা অনুভব।

সবচে প্রাপ্তি
একজন কবি তাকে উদ্ধারে নেমে এসেছিল রমনায়
“বলেছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।”

ওমা এতো গল্প
তুমি কেন চুপ
কেন তারামন বিবি?
আজ বিজয়ের মাসেই তুমি
একেবারেই চুপ!
চলে যাওয়ার সময় তুমি জেনে যাও
” নজরুলের বাংলাদেশ”
আর বিশ্বকবির “আমার সোনারবাংলা”
তারামন তুমি নিলে তার বুকে ঠাঁই


লিখক : জোবাইদা আব্বাস ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *