চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে তরুনদের এগিয়ে আসতে হবে : রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-২৯ ২৩:৫৪:০৬ || আপডেট: ২০১৯-০১-২৯ ২৩:৫৪:০৬

নীরব জসীম : কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড আবু রেজা নদভীর সহধর্মিনী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, আজকের প্রজন্ম আগামী দিনের দেশ গড়ার কারিগর। তিনি বলেন, শুধু শিক্ষিত হলে হবেনা; নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে সুনাগরিক হতে হবে। তিনি আরো বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে তরুনদের আগামীতে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান।

তিনি ২৯ জানুয়ারি বিকাল ২ টায় সাতকানিয়া এওচিয়া জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। স্কুল পরিচিলনা কমিটি’র সভাপতি আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজিব দাশ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাকিল, নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নী, হামিদা আক্তারসহ অত্র স্কুলের শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *