চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ফারুক খান তুহিন

ইআবি’র ২য় মেয়াদে ভিসি হওয়ায় ড. আহসান উল্লাহকে সংবর্ধনা দেবে চুনতি মাদ্রাসা

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২২:৪৩:২৮ || আপডেট: ২০১৯-০১-৩০ ২২:৪৪:৪২

প্রেস বিজ্ঞপ্তি, বীর কন্ঠ :  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)’র  ২য় মেয়াদে ভিসি হওয়ায় বিশিষ্ট লেখক,গবেষক, কথা সাহিত্যিক প্রফেসর ড.আহসান উল্লাহকে সংবর্ধনা দেবে দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)  দুপুর ২টায় মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইসমাঈল মানিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টান হবে বলে জানাগেছে। এতে সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক, অধ্যক্ষ, মুহাদ্দিস, প্রভাষক, শিক্ষার্থী, ও স্থানীয় জনতা উপস্থিত থাকবেন।

প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ১৯৬৩ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে যারা হাদিস শাস্ত্র গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন তাঁদের মধ্যে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ অন্যতম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *