চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

“হঠাৎ বৃষ্টিতে আবুতোরাব-বড়তাকিয়া সড়কে তীব্র যানজট

প্রকাশ: ২০১৯-০২-১৭ ২১:৪০:৪০ || আপডেট: ২০১৯-০২-১৭ ২১:৪০:৪০

মিরসরাই প্রতিনিধি:

বসন্তের হাওয়ায় হঠাৎ বৃষ্টি! দুপুর ১টা থেকে থেমে থেমে বৃষ্টি। এরপর শুরু হয় শিলাবৃষ্টি। চলে অনাবধি। এতেই শুরু হয় আবুতোরাব-বড়তাকিয়া সড়কে তীব্র যানজট।

দেশের সর্ববৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘মিরসরাই ইকোনোমিক জোন’র ফোরলেন সড়কের আবুতোরাব-বড়তাকিয়া সড়কের উপর মাটি রেখে একাংশ বন্ধ করেই চলছে মাটি খনন ও ভরাটের কাজ। এতে বৃষ্টিতে কাঁচা মাটিগুলো পরিনিত কাদায়।

সড়কে জমে থাকা কাদা-মাটি আর খানা-খন্দের কারণে তীব্র যানজট শুরু হয়। রোববার দুপুরে হালকা বৃষ্টির ফোটা পড়লেও এর কিচুক্ষণ পর বৃষ্টি আরো বাড়তে থাকে। এতে সড়কে যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

সৈদালী এলাকা থেকে প্রায় আড়াই কিলোমিটার সড়কে দীর্ঘ সৃষ্ট যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গত দুবছর ধরে ফোরলেন সড়কের কাজ চললেও কাজের অগ্রগতি চোঁখে পড়ার মতো না। স্থানীয়রা বলেন, এমন পরিস্থিতি এই সড়কে কখনও দেখিনি। যানজট এতটাই তীব্র যে পায়ে হেটে কাদা মাড়িয়ে যেতেও কষ্ট হচ্ছে। তারা দাবী করেন দ্রুত যেন এ পরিস্থিতি থেকে পরিত্রান পায়। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো তীব্র হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *