চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আউলিয়া কেরামগণ অন্ধকারচ্ছন্ন সমাজে আলোর দিশারী -হুইপ সামশুল হক চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-১৮ ০০:১৭:৩৬ || আপডেট: ২০১৯-০২-১৮ ০০:১৭:৩৬

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ, পটিয়া থেকে বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, আলোকিত সমাজ ও দেশ গঠনে অন্ধকারচ্ছন্নপথহারা মানুষকে আলোর সন্ধান দিয়ে যুগে যুগে আলোর দিশারীর ভূমিকা রেখে চলেছেন আউলিয়া কেরামগণ। তাই আউলিয়া কেরামের রেখে যাওয়া আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে বর্তমান জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনার মডেল রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, এদেশে কোন ধরণের জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি গতকাল পটিয়া থানার মোড়ে পৌর কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিতব্য আমির ভান্ডার দরবার শরীফের তোরণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি মৌলানা মামুন রশিদ শাহ আল আমিরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, প্রবীণ আ’লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পৌরসভার সচিব মো. মহসিন, ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, মো. শাহজাহান, উপজেলা আ’লীগ নেতা আজিমুল হক, আবদুল খালেক চেয়ারম্যান, আইয়ুব বাবুল, আলমগীর আলম, এমএনএ নাছির, চৌধুরী মাহবুবুর রহমান, ফজলুল হক আল্লাই, শহিদুল ইসলাম, হাবিবুল হক চৌধুরী, এম. এজাজ চৌধুরী, মুজিবুল হক নবাব, মাজেদা বেগম শিরু, কাউন্সিলর আবদুল খালেক, ইঞ্জিনিয়ার রূপক সেন, আবু ছৈয়দ, আলহাজ্ব এম. খোরশেদ গণি, কামাল উদ্দিন বেলাল, এম.এ মন্নান, শেখ সাইফুল ইসলাম, শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আকতার, ফেরদৌস বেগম, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও এতে আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীনদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসূফি ফরিদুল আবছার শাহ আমিরী, শাহসূফি খায়রুল বশর শাহ আমিরী, করিমুল মোস্তাফা শাহ আমিরী, তৌহিদ শাহ আমিরী, মেহেরাজুল আলম শাহ আমিরী, কানুন রশিদ শাহ আমিরী, শামুন রশিদ শাহ আমিরী, সায়েম উল্লাহ শাহ আমিরী, ফোরকানুল হক আমিরী, খলিলুজ্জামান শিবলী আমিরী, আসাদুজ্জামান শাহ আমিরী তানিম, নাঈমুল মোস্তাফা শাহ আমিরী, ফানা ফিল্লাহ আমিরী, আরমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *