চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

কালিয়াইশে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২৩:৪৪:০৫ || আপডেট: ২০১৯-০২-২৪ ২৩:৪৪:০৫

চন্দনাইশ প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিষদ কালিয়াইশ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এবং বঙ্গবন্ধু উপাধীর ৫০ বছর পূর্তী উপলক্ষে পিএসসি,জেএসসি ও এসএসসিতে জিপি-এ ৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী, অত্র ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতি ও প্রধান শিক্ষাকসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৩ ফেব্রæয়ারী সকালে বিওসির মোড় কাটগড়স্থ সোহাগ কমিউনিটি সেন্টারে চেয়ারমন্য আলহাজ্ব হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ১৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুব উদ্দীন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া শোভনদন্ডী কলেজের অধ্যক্ষ হামিদ হোসাইন, বাবু মিলন কান্তি দাশ,সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট ব্যাংকার মোঃ আবু ছালেহ। সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশীদ বাহাদুর, মোঃ দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোং হুমায়ুন কবির,সাধারন সম্পাদক রাশেদ খান মেনন, ছাত্রলীগের সভাপতি মোং ইমতিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, আলাউদ্দীন প্রমুখ অনুষ্ঠানে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ২জন ছাত্র) কালিয়াইশ ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ মোট ১০২ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *