চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

মির্জাখীল দরবার শরীফ ওরস শুরু শুক্রবার থেকে

প্রকাশ: ২০১৯-০২-২৮ ১৯:০৪:২৩ || আপডেট: ২০১৯-০২-২৮ ১৯:০৪:২৩

আনোয়ারা প্রতিনিধি : সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ দরবার-ই-আলীয়া জাঁহাগীরিয়ায় পবিত্র চাদর শরীফের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে হজরত শাহ জাহাঁগীর শামসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (কঃ) এর ৪৯তম পবিত্র ওরস শরীফ। ওরস উপলক্ষ্যে দরবারের ভক্ত-অনুরক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। জানা গেছে, আধ্যত্মিক ও তরিকতের পীঠস্থান মির্জাখীল দরবার শরীফে পাঁচদিনব্যাপী এই ওরস শরীফের প্রথম দিন শুক্রবার। এরপর টানা তিনদিন ওরস অনুষ্ঠিত হবে। সবশেষে ৪ মার্চ সোমবার পবিত্র বেলাদত শরীফের মধ্য দিয়ে শেষ হবে ওরস শরীফের আনুষ্ঠানিকতা।

ওরস শরীফের এন্তেজাম বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর (৪র্থ) তাজুল আরেফীন মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (কঃ) এবং উনার মোরাদ -মাহবুবু ও জানশীন হজরত শাহ জাহাঁগীর (৫ম) ইমামুল আরেফীন ডঃ মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান (কঃ) এর পবিত্র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাতায়াত- চট্টগ্রাম শহরের নতুন ব্রীজ হতে কেরানীহাট হয়ে সাতকানিয়া থেকে সহজেই মির্জাখীল দরবার শরীফে সহজেই পৌঁছানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *