চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মেলার নামে দোকান বসিয়ে ব্যবসায়ীদের ক্ষতির অভিযোগে মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৩-০৩ ২১:০৯:০১ || আপডেট: ২০১৯-০৩-০৩ ২১:০৯:০১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় স্টেশন রোডে বিভিন্ন সময়ে মেলার নামে ভ্রাম্যমান দোকান বসিয়ে ব্যবসায়ীদের ক্ষতি করার অভিযোগে দোকান মালিক সমিতি পটিয়া উপজেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল রবিবার বিকেল ৫ টায় স্টেশন রোডে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সভাপতি হাজী এমএ ইউসুফ, একেআর মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাঈদ আলী, শাহ্ আলম খোকন, ওসমান গণি খসরু, আলমগীর আলম, জাফর আহমদ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান প্রমুখ।

এতে বক্তারা বলেন, সারা বছর মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসায় ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করে থাকেন। বর্তমানে ভ্রাম্যমান ব্যবসায়ীরা হঠাৎ এসে বিভিন্ন অখ্যাত পন্য বিক্রি করে ক্রেতাদের যেমন ঠকাচ্ছেন তেমনি ব্যবসায়ীদেরও ক্ষতি করছেন। তারা ভ্রাম্যমান ব্যবসা কার্যক্রম বন্ধ করে গুনগত সম্পন্ন পন্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *