চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

চাউল ব্যবসায়ী সমিতির মানববন্ধনে ঐতিহ্যবাহী বহদ্দারহাটকে চাঁদা ও মাদকমুক্ত করার আহ্বান

প্রকাশ: ২০১৯-০৩-০৪ ১৪:১০:১৭ || আপডেট: ২০১৯-০৩-০৪ ১৪:১০:১৭

নিউজ ডেস্ক : দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র বহদ্দারহাটকে সকল প্রকার চাঁদাবাজি ও মাদকমুক্ত করার দাবিতে গতকাল (রবিবার) আরকান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বহদ্দারহাট চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী নেতা আলহাজ্ব তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে মাইক্রো মালিক সমিতির নেতা রুহুল কুদ্দুছের সঞ্চালনায় বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত দীর্ঘ এক মাইল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আহাদ সওদাগর বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী গ্র“পের অত্যাচারে বহদ্দারহাটে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। জুতা সেলাইর মুচি থেকে শুরু করে ভাসমান চা-দোকানদারকেও এসরাইল বাহিনীকে চাঁদা দিতে হয়। এ নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এ ব্যাপারে তিনি র‌্যাব-৭ এর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন হাজী সাহাবুদ্দীন, মিঞা কলিম সওদাগর, বাস মালিক সমিতির নেতা আলহাজ্ব এরশাদুল্লাহ, কাঠ মিস্ত্রি অজিত শর্মা, ফল ব্যবসায়ী তাপাস দত্ত, চান্দগাঁও আবাসিক ‘এ’ ব্লকের বাসিন্দা আনোয়ার হোসেন, বি-ব্লকের বাসিন্দা সুমন বড়–য়া এবং মৌলানা কফিলউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *