চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসদর বিবিরহাট বাজারে ১১ লাখ টাকা ব্যয়ে পার্কিং ও সড়কের কাজের উদ্ভোধন

প্রকাশ: ২০১৯-০৩-০৪ ২২:০৮:৩০ || আপডেট: ২০১৯-০৩-০৪ ২২:০৮:৩০

রফিকুল আলম : ফটিকছড়ি পৌরসভার প্রাণকেন্দ্রের বিবিরহাট বাজারে ১১ লাখ টাকা ব্যয়ে মোটর সাইকেল পার্কিং ও বিবিরহাট বাজার ১ নং রোডে স্লাবসহ ড্রেন নির্মাণ কাজের সোমবার ৪ মার্চ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন। এসময় বণিক সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, পৌরসভা কাউন্সিলর আবুল কাসেম,কাউন্সিলর গোলাপ মওলা গোলাফ,কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম,কাউন্সিলর হেলাল উদ্দিন,কাউন্সিলর আলা উদ্দিন রাকিব, পৌর সচিব নুর মুহাম্মদ চৌধুরী,প্রকৌশলী বিকাশ চন্দ্র দাশ, শফিউল আলম দুলাল, মোহাম্মদ আলী, আলমগীর আলম ও মুহাম্মদ রাশেদ।

উদ্ভোধনী অনুষ্টানে পৌর মেয়র বলেন, উত্তর চট্টগ্রামের ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারে প্রতি নিয়ত হাজারো মানুষের সমাগম ঘটে। কিন্তু কোথাও মোটর সাইকেল রাখার ব্যবস্থা না থাকায় জানজট লেগে থাকে। বাজারে এ মোটর সাইকেল পার্কিং করার ফলে জানজট আর থাকবে না। তাছাড় ১ নং রোডে বৃষ্টির সময় ব্যবসায়ীরা পানির কারনে সমস্যায় পওে ;তাও আর হবে না। উদ্ভোধন শেষে মোনাজাত পরিচালনা করেন, পৌরসভার কাউন্সিলর আবুল কাসেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *