চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মদিনা সড়ক দু’ঘটনায় দু’বাংলাদেশি হাজ্বী নিহত

প্রকাশ: ২০১৯-০৩-০৫ ২০:৪২:৩১ || আপডেট: ২০১৯-০৩-০৫ ২০:৪২:৩১

খলিল চৌধুরী, সৌদিআরব : সৌদি আরবের মদিনা মানোয়ার থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে ওয়াদি আল জিন্নী জ্বিনের পাহাড় নামে পরিচিত এলাকায় পিছন থেকে দূত গামী আসা একটি কার গাড়ির ধাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশি দু’জন হাজ্বী ঘটনাস্থলে নিহত হন। গত ৪-মার্চ সোমবার মাগরিবের সময় মদিনা জিনের পাহাড় এলাকায় এ মর্মান্তিক দু’ঘটনায় ঘটে। ঘটনাস্থলে নাজিম উদ্দিন-(৬০) ও জয়নাল আবেদীন-(৭৫)নিহত হন। নিহত দু’জনই সুম্পর্ক চাচা-ভাতিজা, তাদের বাড়ী বাংলাদেশের নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং।

জানাযায়, বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দ্যোশ্য সৌদিআরবে আসেন।ওমরা পালন শেষে তারা মদিনা জেয়ারতে যান। সেখান থেকে তারা ওয়াদি আল জিন্নীতে জ্বিনের পাহাড় দেখতে যান। রাস্তায় অনেক হাজ্বী ও পথচারী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পিছনদিক থেকে একটি দূতগামীন আসি প্রাইভেট কার গাড়ি ধাকায় ঘটনাস্থলে বাংলাদেশি এ দু’হাজ্বী নিহত হন। এ সময় বেশকয়েক জন গুরুতর আহত আহত হয় বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *