চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে মাসব্যাপী পাট পন্য : বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২২:৩৮:২৬ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২২:৩৮:২৬

 শংকর চৌধুরী,খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস উপলক্ষে মাসব্যাপী পাট পন্য, বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন,ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,ক্ষতিকর পলিথিন পরিহার করে পরিবেশ বান্ধন পাটজাত পন্য ব্যবহারে আমাদের মনোযোগি হতে হবে। সে সাথে জাতীয় ভাবে পাট পন্য বস্ত্রকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি পাট পন্য ব্যবহারে সকলের সহযোগিতা কামনা করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পরে,জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ আবুল হাশেম, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, ঢাকা ডিপিএস সভাপতি মো: ইকবাল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। মেলায় পাট পন্য বস্ত্র ও হস্তশিল্পের বিভিন্ন স্টলসহ মোট ৫০টি স্টল অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *