চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

জীবনকে পাল্টাতে শিক্ষার বিকল্প নেই : কর্ণফুলীর ইউএনও সৈয়দ সামশুল তিবরিজ

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২৩:১৫:১৪ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২৩:১৫:১৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামশুল তিবরিজ বলেছেন, জীবনকে পাল্টাতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে সফলতার টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। ৬ মার্চ (বুধবার) দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপুল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ‘তোমার সফলতা, তোমার হাতে’ শীর্ষক এক সেমিনারে ইউএনও প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সেমিনারে প্রধান আলোচক ছিলেন- ড. মোহাম্মদ মাছুম চৌধুরী। উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার এমএন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, বেতার শিল্পী মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈঞ্চব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মখলেছুর রহমান, মো. হোসাইন, হারুনুর রশিদ, রফিক আহমদ, রতন সূত্রধর।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন কুমার চৌধুরী। সেমিনারে কালারপুল স্কুলের অষ্টম ও দশম শ্রেণীর প্রায় ৬শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম চৌধুরী তার বক্তৃতায় বলেন, প্রতি বছর তাদের স্কুলে ‘তোমার সফলতা, তোমার হাতে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে। এই সেমিনারের মাধ্যমে স্কুলের শিক্ষার পরিবেশ পরিবর্তন এনেছেন। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি অভিভাবকদের ভুমিকা রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *