চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

রুটি-রুজির নিশ্চয়তায় শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পটিয়ায় দ: জেলা শিক্ষক সমিতির সম্মেলনে বক্তারা

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২৩:২৪:৪৩ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২৩:২৪:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবু তালেব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার সাবেক সভাপতি শেখ মুহাম্মদ মুছা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যথাক্রমে অরুণ মিত্র, পার্থ সারথী সাহা, কৃষ্ণ পাটোয়ারী, মো. জাহাঙ্গীর, সুনীল কুমার চৌধুরী, আবদুল গণি, সহকারী শিক্ষক যথাক্রমে দেবাশীষ দত্ত, ফরিদুল ইসলাম, বিটু কুমার দাশ, প্রদীপ বড়ুয়া, প্র/শি রাকা রশ্মি বড়ুয়া, সহ প্র/শি শিখা বড়ুয়া, প্র/শি জাফর আহম্মদ, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক গৈড়লা উ/বি’র প্র/শি মো. শহীদুল ইসলাম, এসএ নুর উ/বি’র প্র/শি মো. হারুনুর রশীদ প্রমুখ।

এতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ৫১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ। এতে বক্তারা বলেন, শিক্ষক সমাজকে ছোট-খাটো ভেদাভেদ ভুলে রুটি-রুজি নিশ্চয়তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *