চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২০:৪১:৫৭ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২০:৪২:৩৩

 খাগড়াছড়ি,প্রতিনিধি:  “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” পতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বুধবার (৭ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন,খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে কাজে লাগাতে হবে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন,স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ পেরিয়ে এখন উন্নত বিশে^র কাতারে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পরে, অতিথিবৃন্দদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: নাজমুস শোয়েব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মুহাম্মদ আবুল হাশেম, জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) শাহাদাত) হোসেন টিটো। এসময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *