চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

জাতীয় পাট দিবসে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২২:১২:৫৪ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২২:১২:৫৪

খাগড়াছড়ি,প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ” এই শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য পাটর‌্যালি বের হয়ে জেলা শহরের স্বনির্ভর বাজার হয়ে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে পরিষদ হল রুমে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ^র ত্রিপুরা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোহাম্মদ যাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী মোহাম্মদ সফর আলী ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়–য়া বক্তব্য রাখেন। পাট বাংলাদেশের সোনালী আঁশ এবং পাট পরিবেশ বান্ধব উল্লেখ করে,পাট শিল্পকে টিকিয়ে রাখতে পাট জাত পন্য ব্যাবহার করতে সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *