চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর গন্ডামারায় তেল চুরির অপবাদ দিয়ে হামলা, মহিলাসহ আহত ৩

প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২৩:৩০:০৪ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২৩:৩০:০৪

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর গন্ডামারায় তেল চুরির অপবাদ দিয়ে ইউপি মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত মনিরুল ইসলাম (৫৫) পিতা-মৃত আসহাব মিয়া, তার স্ত্রী মরতুজা বেগম (৪৫) ও মেয়ে ইয়াছমিন আক্তার (১৬)কে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেয়ে ইয়াছমিন গন্ডামারা রহমানিয়া মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। আজ (৬ মার্চ) বুধবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব গন্ডামারা বাদামতলীর পুর্বে ২ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় মনিরুল ইসলামের একটি গরুও সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আবদুল জব্বার, কামাল উদ্দীন পিতা, মুন্সি মিয়া, মুহাম্মদ হারুন পিতা-নুরুল ইসলাম ও তার পুত্র আজগরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থ মনিরুল ইসলাম জানান, তেল চুরির অভিযোগে আমি এবং পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছে। আমার মাদরাসা পড়ুয়া মেয়েকেও কুপিয়ে আহত করা হয়েছে। আমার স্ত্রীকে গলাচিপে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে ঘটনা অবহিত করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *