চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পৌর মেয়র অধ্যাপক হারুনের মাতা মাইফুলা খাতুনের জানাজা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৩-০৭ ২৩:০০:৩৫ || আপডেট: ২০১৯-০৩-০৭ ২৩:০০:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের মা মাইফুলা খাতুন ৮৫ গত বুধবার রাতে ইন্তেকাল করেন ইন্না…….. রাজিউন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এসময় তিনি ৫পুত্র ও ২ কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল দানবীর খ্যাত এ মহিয়সী নারীর জানাজা পৌরসদরের নিজ বাড়ী সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হয়। এতে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী (মা:জি:আ:)। তার নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকতা হাবিবুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, আ’লীগ নেতা সামশুদ্দিন আহমদ, চৌধুরী মাহবুবুর রহমান, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, ফজলুল হক, আইয়ুব বাবুল, এম.এ হাশেম চেয়ারম্যান, আলমগীর খালেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, পটিয়া আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, নাছির উদ্দিন, এমএনএ নাছির, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, এড. বেলাল উদ্দিন, নুর আলম সিদ্দিকী, এম.এ রহিম, রফিকুল আলম, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সম্পাদক রবিউল হোসেন রুবেল, পৌরসভা সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আজম চৌধুরী, মনজুর মোর্শেদ, ফখরুল আলম, সজিব, ইসহাক, ফরিদুল আলম সহ শত শত মুসল্লী এ জানাজায় শরীক হন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *