চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

দেশে সুশাসন প্রতিষ্ঠায় মুসলিমদের ঐক্যবদ্ধের কোন নিকল্প নেই

প্রকাশ: ২০১৯-০৩-০৯ ০০:৩০:০৯ || আপডেট: ২০১৯-০৩-০৯ ০০:৩০:০৯

প্রদীপ শীল, রাউজান: রাউজান মোহাম্মদ পুর মুনিরীয়া দরবার শরীফের উদ্যোগে আজিমুশশান তরীকত মাহফিল শুক্রবার রাতে হযরত খুলুন পন্ডিত (রঃ) নতুন বাড়ি সমুখস্থ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ পুর মুনিরীয়া দরবার শরীফের মানণীয় পীর ছাহেব পীরে তরীকত হযরতুলহাজ্জ আল্লামা শাহছুফি হাফেজ মুহাম্মদ নুরুল আবছার নুরী। প্রধান মেহমান ছিলেন পীরে মোকাম্মেল হযরত ছৈয়দ মুহাম্মদ ওমর সাকি (মঃজিঃআ)।বিশেষ মেহমান ছিলেন পীরে তরীকত মাওলানা কাজী আবু জাফর মুনিরী(মঃজিঃআ).অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কাজী সমিতির সভাপতি বাংলাদেশ কাজী নিয়োগ কমিটির উপদেষ্টা পীরে তরীকত অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন পীরে তরীকত মাওলানা মীর মোহাম্মদ হাছানুর করিম মুনিরী,হযরত মাওলানা মহিউদ্দিন আহমদ রেজা খান।

শুভেচ্চা বক্তব্য রাখেন মদিনা ইসলামি মিশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী। তকরীব করেন আল্লামা নুরুচ্ছাফা আলকাদেরী,সাংবাদিক মুহাম্মদ ওসমান গনী।এতে বক্তারা বলেন,দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে মুসলমানদের ঐক্যর বিকল্প নেই। ইসলামি শাসনই পারে দেশের শান্তি ফিরিয়ে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *