চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-২

প্রকাশ: ২০১৯-০৩-০৯ ২৩:০৩:০০ || আপডেট: ২০১৯-০৩-০৯ ২৩:০৩:০০

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (৯মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কামাল উদ্দিন (৬৫) ও ঢাকার মানিকগঞ্জ এলাকার আনোয়ার হোসেন (৩৫)। শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিক-আপ ভ্যানের সংঘর্ষ হলে ওই পিকআপের সামনের অংশ দুমড়ে মুছড়ে চালক কেবিনের ভেতরে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ওই চালক নিহত হন। এসময় চালকের সহকারী আহত হয়। আটকে থাকা লাশ উদ্ধারে কাজ করছে মিরসরাই ফায়ার সার্ভিস সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় সেইফ লাইনের ধাক্কায় বড়তাকিয়া যাহেদিয়া নুরানী বিভাগের ছাত্র মাঈল হাসান (৭) আহত হয়। মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, দুই জনেই রাস্তা পার হওয়ার সময় চলন্ত পিকআপের ধাক্কায় পৃথক ভাবে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় কোন গাড়ি আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *