চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শোভনদন্ডী কলেজে ইঞ্জি: ফজল আহমদ চৌধুরী স্মরণে আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-০৩-১১ ২৩:৪৪:৫১ || আপডেট: ২০১৯-০৩-১১ ২৩:৪৪:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরীর ১৪তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আলহাজ্ব সামশুল আলম, গভর্নিং বডির সদস্য সাংবাদিক মো. আইয়ুব আরী, আবুল হাছান খোকন, নজরুল ইসলাম সালমান, অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, অধ্যাপক আবু মো. ইউছুফ চৌধুরী, মিসেস অনিতা চৌধুরী, শিক্ষক ওসমান গণি, মাওলানা আবছার উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মফজল আহমদ চৌধুরী বলেন, ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরী অনগ্রসর এলাকাকে আলোকিত করেছেন। তাঁর মত ব্যক্তি বর্তমানে বিরল। পরে মরহুম ফজল আহমদ চৌধুরী ও সুফি সাধক আস্কর আলী পন্ডিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সকালে ফজল আহমদ চৌধুরী প্রতিষ্ঠিত শোভনদন্ডী নুরানী মাদ্রাসায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *