চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ২২:৫৮:৪৪ || আপডেট: ২০১৯-০৩-১৬ ২২:৫৮:৪৪

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি: রাউজান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় ও উত্তর ফতেহ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) শনিবার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনে রেজা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক নুরুচ্ছাফা চৌধুরী, জে.এস.এ ট্রেডিং কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম হাসান জাবেদ।

অনুষ্ঠানে উত্তর ফতেহ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মুসলেম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাশেদুল আলম, ইলিয়াছ চৌধুরী, আহম্মদ ছগির, হাজী মো. মঈনুদ্দিন, নজরুল ইসলমা চৌধুরী প্রমূখ। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আজ (১৭ মার্চ) রবিবার বিকেল ৩টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম।

সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরষিদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (অবঃ) ফরিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলোয়ারা ইউসূফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *