চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণে মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুনগত মান নিশ্চিত করতে হবে : পটিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে -হাবিবুল হাসান

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ০০:৩৩:০৭ || আপডেট: ২০১৯-০৩-১৬ ০০:৩৩:০৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালী ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভায় আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাবিবুল হাসান। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, থানার এসআই আবু ইউসুফ, বিসিক হিসাব রক্ষণ কর্মকর্তা, ক্যাব আহবায়ক সাংবাদিক আবদুল হাকিম রানা, ব্যবসায়ী নেতা মো. হারুনুর রশিদ, ক্যাব এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজ্জাদ কবির আরজু, মনজুরুল আলম, কামরুল ইসলাম, সুজিত দত্ত, ফারুকুর রহমান বিনজু প্রমুখ। এতে সভাপতির বক্তব্যে ইউএনও হাবিবুল হাসান বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ মানসম্মত পণ্য যা নিশ্চিত করার জন্য প্রশাসন সর্বদা নিরলস কাজ করছে। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকার আইন সমাজের সর্বস্তরে প্রয়োগের পূর্বেই জনসচেতনতা বাড়ানো হয়েছে। আমরা মনে করি, ভোক্ত অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যে ন্যায্য মূল্য ও গুনগত মান রক্ষা করা সম্ভব। তিনি ২০০৯ সালে এ বিষয়ে প্রণীত আইনের নানাদিক তুলে ধরে বলেন, পণ্য ক্রয়-বিক্রয় ও ভেজাল রোধে সকলকে সজাগ থাকতে হবে। তিনি পণ্যের প্রচারের ক্ষেত্রেও কোনো প্রতারণা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি ভোক্তাদেরকে প্রতারণা শিকার হলে প্রশাসনকে অবহিত করারও পরামর্শ দেন। পরে এ বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *