চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০৩-১৭ ২৩:৪৫:০০ || আপডেট: ২০১৯-০৩-১৭ ২৩:৪৫:০০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এ দেশে জাতি বীর শ্রেষ্ট সন্তান। ১৯২০ সালে ১৭ মার্চ এ মহানায়কের জন্ম হয়েছিল বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের স্থান পেয়েছে আজ ১৭ মার্চ এই মহান নেতাকে শ্রদ্ধাভরে আমরা স্বরণ করছি। চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ১৭ মার্চ রবিবার সকালে দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শততম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কেক কেটে উদযাপন আয়োজিত বিভিন্ন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দক্ষিণ ভুর্ষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিষেশ অতিথি ছিলেন দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি মো. আলমগীর, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবু হেনা, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবদুল মোতালেব বাহাদুর, চন্দন কুমার দে, মো. নুরুল আবছার, ইউপি সদস্য আহমদ নুর সাগর, ইউপি সদস্য মাহবুল আলম, বিপ্লব দাশ অভি, রিগ্যান চক্রবর্র্ত্তী প্রমুখ। অনুষ্টানে দক্ষিণ ভুর্ষি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন শিক্ষার্থীদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *