চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০৩-১৭ ২৩:৩৮:৩৩ || আপডেট: ২০১৯-০৩-১৭ ২৩:৩৮:৩৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, রাজনীতির কবি, হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়। বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র কফিল উদ্দীনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও শিক্ষা উন্নয়ন উপ-কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে ক্রমাগত প্রবৃদ্ধি অর্জন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নসহ জাতীয় জীবনের সর্বস্তরে ধনাত্বক পরিবর্তনের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

এর সবকিছুর প্রেরণার মূল উৎস হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ, দূরদর্শী ও সঠিক নেতৃত্ব। আজকের এই দিনটির তাৎপর্য তখনই সফল হবে যদি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ জীবন তুলে ধরা যায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দীন, মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক মোঃ শফিকুর রশীদ, জাতীয় বিদস উদযাপন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক নাজমা বেগম ও কলেজের ছাত্রী তাসলিমা সুলতানা নাঈমা ও ফোরকান উদ্দীন। আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সর্বশেষ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *