চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

আলীকদমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০১৯-০৩-১৭ ২৩:০৭:২৯ || আপডেট: ২০১৯-০৩-১৭ ২৩:০৭:২৯

বেলাল আহমদ : বান্দরবানের আলীকদমে রবিবার বিকাল ৫টায় প্রেসক্লাবে পাল্টা এক সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল কালাম।সংবাদ সম্মেলন আবুল কালাম বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে মোটর সাইকেল পোড়ানোর ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর কর্মি ড্রাইভার মিজান, আওয়ামী লীগ নেতা কফিল ও ড্রাইভার শামশুর নেতৃত্বে মোটর সাইকেল পোড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল আমার ও আমার লোকজনের ওপর জুলুম করছে। তার দাবী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার নির্বাচনী প্রোগ্রামের একটা তালিকা প্রশাসনের কাছে দিয়েছিলাম।

কিন্তু তারা ১৬ মার্চ আমাকে নির্ধারিত স্থান আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসভা করতে দেয়নি। প্রার্থী মৌখিক বক্তব্যে আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমিই আবারো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবো। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যে মোটর সাইকেলটি পোড়ানো হয়েছে তা মিনারের নয়। এটি প্রার্থীর বড় ভাইয়ের ছেলে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুরুকপাতা, বলাইপাড়া, পোয়ামুহুরী, মিরিংচর, বাবু পাড়া, কালাইয়ারছড়া, লাইতুমনি পাড়া, রেংপুং হেডম্যান পাড়া, মাংতাই হেডম্যান পাড়া, আদু পাড়া, নয়াপাড়া, মংচা পাড়া, মমপাখই হেডম্যান পাড়া, চিনারী বাজারসহ মোট ১৪টি ভোট কেন্দ্রসমুহে ভোট কারচুপির আশংকা রয়েছে। তাই তিনি প্রশাসনকে সুষ্ঠু নির্বাচনের জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *