চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব নির্বাচিত

প্রকাশ: ২০১৯-০৩-১৮ ২৩:৫১:৪২ || আপডেট: ২০১৯-০৩-১৮ ২৩:৫১:৪২

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন গতকাল (১৮ মার্চ) দু,একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ৭৬ হাজার ৫শত ৮৬ জন। উপজেলার ১৩৬টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। ভোট শেষে উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হল রুমে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচনী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ুন কবির।

হলরুম হতে প্রাপ্ত তথ্য মতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব (আনারস প্রতীক) ১৫ হাজার ১ শত ৬১ ভোটের ব্যবধান বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৭ হাজার ৬ শত ২ টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মুহাম্মদ নাজিম উদ্দিন (নৌকা প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ৪ শত ৪১ ভোট। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষনার কাজ চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *