চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশ: ২০১৯-০৩-১৯ ২৩:১১:৩৮ || আপডেট: ২০১৯-০৩-১৯ ২৩:১১:৩৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, আ’লীগ নেতা আলমগীর খালেদ, রবিউল হোসেন রুবেল, মিজানুর রহমান প্রমুখ।

এতে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে হানাদারমুক্ত করেছিলেন। বর্তমানেও পাকিস্তানী হায়েনারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে নসাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *