চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শিক্ষা ক্ষেত্রে কিন্ডার গার্টেন অগ্রণী ভুমিকা পালন করছে : পটিয়ায় চবি’র উপাচার্য ড. ইফতেখার

প্রকাশ: ২০১৯-০৩-১৯ ০০:০০:২০ || আপডেট: ২০১৯-০৩-১৯ ০০:০০:২০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, কিন্ডারগার্টেন কোমলমতি শিশুদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে। দেশের যে সমস্ত কিন্ডারগার্টেন স্কুল রয়েছে সেখানে শিশুরা ছোটকাল থেকেই সুশিক্ষা অর্জন করছে। কিন্ডারগার্টেনে শিক্ষা নেওয়া শিক্ষার্থীরা মেধাবী হয়। তারা উচ্চ বিদ্যালয়ে গিয়ে আর পিছিয়ে পড়ে না। তাই শিশুদের মেধা চর্চার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। কিন্ডারগার্টেন বর্তমান সরকারকে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করছে।

গত ১৭ মার্চ (রবিবার) পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা বলেন। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের মধ্যে ছিলেন- দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যাপক মু: আবু তৈয়ব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদস্য নজরুল ইসলাম, ইউয়িন ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, পটিয়া পরিবেশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসএম হারুনুর রশিদ, পটিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. আনোয়ার হোসেন, অর্থ সচিব রহিম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক জুয়েল বড়ুয়া, যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব সাইফুর রহমান,রফিক ইসলাম, অলক দাশ, মাহমুদুল হক মাস্টার, জুয়েল বড়ুয়া, আরফাত নুর, সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন নবী, আফরোজা সুলতানা, চুমকি বড়ুয়া, নাছিমা আকতার, ইমরুল কায়েস, গুলশানা আরা বেগম, আশরাফ আলী, আনোয়ার হোসেন, অসিত বড়ুয়া, কায়সার আলম, জিয়া উদ্দিন, মো. সেলিম। আলোচনা সভা শেষে কিন্ডারগার্টেন আয়োজিত বৃত্তি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *