চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

হামদর্দ পটিয়া শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রকাশ: ২০১৯-০৩-১৯ ০০:০১:৩৮ || আপডেট: ২০১৯-০৩-১৯ ০০:০২:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হামদর্দ পটিয়া শাখা দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও গরীব অসহায় দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে। ১৭ মার্চ রবিবার পটিয়া শাখায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্টার ডা: সুমন কুমার দে। এছাড়া শাখা ব্যবস্থাপক মো: সামছুল ইসলাম, হাকিম গিয়াস উদ্দিন, উপস্থিত থেকে দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এসময় আগত রোগিদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব কল্যানে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর কারণেই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি। তাঁরা হামদর্দের মানব কল্যান মূলক কাজের প্রশংসা করে এ ধারা অব্যহত রাখার জন্য হামদর্দের প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *