চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

জাল বুনে অলস সময় পার করছে জেলেরা

প্রকাশ: ২০১৯-০৩-২১ ১৭:৪০:৪৪ || আপডেট: ২০১৯-০৩-২১ ১৭:৪০:৪৪

জাহেদুল হক,আনোয়ারা ; জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচির কারণে আনোয়ারা উপকূলে নোঙর করেছে মাছ ধরার ট্রলারগুলো। এ অবসরে জাল বুনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা।
জানা যায়,উপজেলার রায়পুর,জুঁইদন্ডী,বারশত ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় এক হাজার ট্রলার রয়েছে। এসব ট্রলারের অধীনে সাত হাজারের অধিক মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। গত ১৬ মার্চ থেকে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হওয়ায় এসব ট্রলার কূলে ফিরে আসে। ফলে এলাকার জেলে পরিবারগুলোর অভাব-অনটন কিছুইতে কাটছে না। উপজেলার পূর্ব গহিরা ফকিরহাট ও সরেঙ্গা সাপমারা খালের মুখে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
বেড়িবাঁধে জাল বুনার কাজে ব্যস্ত ইউসুফ নবী বলেন,জাটকা সংরক্ষণ সপ্তাহে সাগরে মাছ ধরা নিষিদ্ধ। এ কারণে মাছ ধরার ট্রলারগুলো কূলে নোঙর করেছে। অবসর সময়ে জালগুলো বুনে ঠিকঠাক করছি। এফবি ছমদ শাহ্ নামক ট্রলারের মাঝি আইয়ুব আলী জানান,জাটকা সংরক্ষণ সপ্তাহ শেষ হলেই সাগরে ফিরে যাব। এ সময়ে ট্রলারের ইঞ্জিন মেরামত ও জাল বুনার কাজ সেরে নিচ্ছি।
জেলে ইব্রাহিম বলেন,জাল বুনার কাজে আলাদাভাবে দুই-তিনশ টাকা দৈনিক মজুরি দেন বহদ্দাররা। এতে অলস সময় পার হলেও সংসার চলে না। এভাবে অন্তত দেড় হাজারের বেশি জেলে জাল বুনার কাজ করছেন। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ বলেন,জাটকা সংরক্ষণ সপ্তাহের শেষদিন শুক্রবার। শনিবার থেকে জেলেরা সাগরে মাছ ধরতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *