চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম সার কারখানায় লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশ: ২০১৯-০৩-২১ ১৭:৫১:৪০ || আপডেট: ২০১৯-০৩-২১ ১৭:৫১:৪০

আনোয়ারা প্রতিনিধি ; আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) নির্দিষ্ট সময়ের আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কারখানা সূত্রে জানা গেছে,বিসিআইসি ২০১৮-১৯ অর্থবছরের ৩০ জুনের মধ্যে এক লাখ ২০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। এই লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৮ সালের ১৮ জুলাই উৎপাদন শুরু হয়। নির্দিষ্ট সময়ের ১০২ দিন আগে গত বুধবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২হাজার মেট্রিক টন। উৎপাদিত হয়েছিল এক লাখ ৬ হাজার ৪১ মেট্রিক টন।

বৃহস্পতিবার ভোর পর্যন্ত কারখানায় এক লাখ ২০ হাজার ২৭৭ মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে। বর্তমানে ৩৩ হাজার ২৭৯ মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানার জিএম (উৎপাদন) হারুনুর রশিদ বলেন,কারখানায় মেরামত কাজের জন্য আজ (বৃহস্পতিবার) থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *