চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

দেশ প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিল্পবী মাস্টারদা সূর্যসেন

প্রকাশ: ২০১৯-০৩-২২ ২৩:২৯:০৭ || আপডেট: ২০১৯-০৩-২২ ২৩:২৯:০৭

প্রদীপ শীল, রাউজান: চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিল্পবী মাস্টারদা সূর্যসেনের ১২৬তম জন্মদিবস পালিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় রাউজান উপজেলা সদরের সূর্যসেন চত্বরে মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা পরিষদ, সূর্যসেন স্মৃতি সংসদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, রাউজান ছাত্রকল্যাণ সংসদ, মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগার নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বাঙালির সংগ্রামী চেতনার বাতিঘর মাস্টারদা’র প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দীন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগার সভাপতি শ্যামল কুমার পালিত, জসিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবীব চৌধুরী রানা, তসলিম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার, জিয়াউল হক রোকন, হাসান মো. রাসেল, আরিফুল হক চৌধুরী, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, মো. আসিফ, আরমান সিকদার প্রমূখ। পরে সূর্যসেন পাঠাগারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ‘পরাধীনতা থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করার সংগ্রামে আত্মোৎসর্গকারী, দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত মাস্টারদা সূর্যসেন।’ প্রসঙ্গত, ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন মাস্টার দা সূর্যসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *